ইসলামপুর থানায় জব্দকৃত পলিথিন পোড়াতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে,এলাকায় আতঙ্ক
মোঃ এনামুল হক
জামালপুরের ইসলামপুর থানায় উদ্ধারকৃত অবৈধ পলিথিন পোড়ানোর সময় আগুন ছড়িয়ে পড়ায় থানা চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় থানা মার্কেটসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮ টা দিকে উদ্ধারকৃত এসব পলিথিন সহকারী কমিশনার (ভূমি) ইফতেরখার আহমেদ এর উপস্থিতিতে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ ও যৌথ বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে থানা কম্পাউন্ড মাঠে পুড়িয়ে ধ্বংস করার উদ্দেশ্য আগুন ধরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে পলিথিন পোড়ানোর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে থানা মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা নিলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এবিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম গাজী বলেন , থানার মাঠে অবৈধ পলিথিন পোড়ানোর জন্য আগুন দেওয়া হয়, আগুনের উত্তাপ বৃদ্ধিপেলে আগুন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশংকা তৈরি হয়, যার ফলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।