মোঃ এনামুল হক
জামালপুরের ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়নের পেচারচরে খাস জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তির কলারবাগান কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুল্লাহ ওরফে একাব্বর ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চর পুটিমারী মৌজার বি,আর,এস খাস খতিয়ান নং-০১, দাগ নং-৬৯২৩-এর ১২ শতাংশ জমি ২০১৫ সালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বন্দোবস্ত দলিলের মাধ্যমে প্রাপ্ত হন হাবিবুল্লাহ। এরপর থেকেই তিনি সেখানে কলারবাগান সহ বিভিন্ন ফসল চাষ করে ভোগদখল করেন।
২৩শে জানুয়ারি (শুক্রবার) ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ভোর ৫টার দিকে প্রতিবেশী মোঃ আঃ খালেক, তার ছেলে নাছিরসহ কয়েকজন মিলে সংঘবদ্ধভাবে উক্ত জমিতে অনধিকার ভাবে প্রবেশ করে প্রায় ৬০-৬৫টি সবরি কলার গাছ কেটে ফেলে। বাগানের জমির চারপাশের বাঁশের বেড়া ভাঙচুর করে।
ঘটনার সময় বাধা দিতে গেলে অভিযুক্তদের হাতে থাকা ধারালো দা উঁচিয়ে হাবিবুল্লাহকে মারধর ও হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে বলে অভিযোগে বলা হয়। ভয়ে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে যাওয়ার সময় প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মোঃ দুল মাহমুদ শেখ, মোঃ মজনু শেখ ও মোঃ সুলতান মোল্লাসহ একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে ঘটনার সত্যতা জানেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী হাবিবুল্লাহ জানান, আমি আইনিভাবে বন্দোবস্ত পাওয়া জমিতে চাষাবাদ করছি। পরিকল্পিতভাবে আমার ফসল নষ্ট করা হয়েছে এবং আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে ইসলামপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।