
জামালপুরে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফিরোজ শাহ, নিজস্ব প্রতিনিধি
শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া চৌধুরী বাড়ি প্রাঙ্গণে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণ কম্বল বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো: জালাল উদ্দীন, ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশন এর উপদেষ্টা মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা ও ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার লেমন চৌধুরী।
ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বক্তারা । এছাড়াও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।
দীর্ঘদিন ধরে শীতের কষ্ট সহ্য করা দরিদ্র ও অসহায় শীতার্তরা শীতবস্ত্র পেয়ে তাদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
রিপোর্টারের নাম 


















