ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ ইটভাটার জরিমানা

ইসলামপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ ইটভাটার জরিমানা

মোঃ এনামুল হক
নিজস্ব প্রতিনিধি :

পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধ ও অনিয়মিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১জানুয়ারী) পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে উপজেলার ৪টি ইটভাটায় মোট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ইফতেকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জিত বিশ্বাস । অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা সহায়তা প্রদান করে ইসলামপুর থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,অভিযানে ইসলামপুর পৌরসভার এলাকায় দক্ষিণ দরিয়াবাদ এলাকার মেসার্স জেকি ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা এলাকার মেসার্স বিএফবি ব্রিকসকে ২ লাখ , একই এলাকার মেসার্স আরিফ ব্রিকসকে ২ লক্ষ টাকা, জরিমানা করা হয়।

অভিযানকালে ‘ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত,২০১৯) এর ৫ (২) ধারা লংঘন করায় ইটভাটাসমূহকে উক্ত আইনের ১৫(১)(খ) ধারায় মোট ৭,৫০,০০০/= টাকা অর্থদন্ড প্রদান এবং আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, পরিবেশ সংরক্ষণ আইন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এসব জরিমানা আরোপ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনস্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

 

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

ইসলামপুরের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে মাঠে নামলো ক্লিন আপ বাংলাদেশ ও রক্ত সৈনিক

ইসলামপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ ইটভাটার জরিমানা

প্রকাশের সময়: ০৯:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

ইসলামপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ ইটভাটার জরিমানা

মোঃ এনামুল হক
নিজস্ব প্রতিনিধি :

পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধ ও অনিয়মিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১জানুয়ারী) পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে উপজেলার ৪টি ইটভাটায় মোট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ইফতেকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জিত বিশ্বাস । অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা সহায়তা প্রদান করে ইসলামপুর থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,অভিযানে ইসলামপুর পৌরসভার এলাকায় দক্ষিণ দরিয়াবাদ এলাকার মেসার্স জেকি ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা এলাকার মেসার্স বিএফবি ব্রিকসকে ২ লাখ , একই এলাকার মেসার্স আরিফ ব্রিকসকে ২ লক্ষ টাকা, জরিমানা করা হয়।

অভিযানকালে ‘ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত,২০১৯) এর ৫ (২) ধারা লংঘন করায় ইটভাটাসমূহকে উক্ত আইনের ১৫(১)(খ) ধারায় মোট ৭,৫০,০০০/= টাকা অর্থদন্ড প্রদান এবং আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, পরিবেশ সংরক্ষণ আইন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এসব জরিমানা আরোপ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনস্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।