
- মোঃ এনামুল হক
জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তিন জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ব্রহ্মপুত্র নদীর পাশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, ইসলামপুর সহকারী কমিশনার ভূমি মো,রেজোয়ান ইফতেকার এই দণ্ডাদেশ দেন। অবৈধভাবে মাটি দায়ে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোঃ বিশু মিয়া (৪০) নজরুল ইসলাম (৪০)ও আব্বাস আলী নামের ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছিল অভিযুক্তরা। এ সময় ঘটনাস্থল থেকে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত এক্সকাভেটর ব্যাটারী জব্দ করা হয়।
সহকারী কমিশনার ভূমি মো,রেজোয়ান ইফতেকার জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে ফসলি জমি, রাস্তাঘাট ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক 



















