
জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের এমপি প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে জেলা বিএনপি শহরে শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রা শেষে জামালপুর ফৌতি কবরস্থানে স্মৃতিস্তম্ভে ও মহাশ্মশানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি।
রিপোর্টারের নাম 



















